এ ভবতরঙ্গে আমায়
দাও এসে চরনতরী ।
কোথায় রইলে হে দয়াল কান্ডারি ।।


পাপীকে করিতে তারণ
নাম ধরেছ পতিত পাবন ।
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নিহারি ।।


যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ ।
মারিলে মরি নিতান্ত
বাঁচালে বাঁচিতে পারি ।।


সকলরে নিলে পারে
আমায় তো চাইলে না ফিরে ।
লালন কয় আমি সংসারে
দয়াল কি তোরে এতই ভারি ।।