চেতন গুরুর সঙ্গ লয়ে
খবর করো ভাই
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই ।।


চক্ষু আঁধার দিলেন ধোঁকায়
কেশের আড়ে পাহাড় লুকায় ।
কি রঙ্গ সাঁই দেখছে সদাই
বসে নিগুম ঠাঁই ।।


এখানে না দেখলাম যারে
চিনবো তখন কেমন করে ।
ভাগ্যগতি আখের তারে
দেখতে যদি পাই ।।


সমঝে সাধন ভজন করো
নিকটে ধন পেতে পারো ।
লালন কয় নিজ মোকাম ধরো
বহু দূরে নাই ।।