কি শোভা করেছেন সাঁই রঙমহলে ।
অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায়গো ভুলে ।।


জলের মধ্যে কলের কোঠা
সপ্ত তালায় আয়না আঁটা ।
তার ভিতরে রূপের ছটা
কালমেঘে বিজলী খেলে ।।


লাল জরদ আর ছনি মনি
কি বলবো তার রূপ খানি ।
দেখতে যেমন পরশমণি
তারার মালা চাঁদের গলে ।।


অনুরাগ যার বাঁধা হৃদয়
তারই সে রূপ চোক্ষে উদয়।
এড়াবে শমনেরই দায়
লালন ম’লো অবহেলে ।।