কি সাধনে পাই গো তারে,
যার নাম অধর এই সংসারে ।
মুনি ঋষি হদ্দ হল ধ্যান করে ।।


কেউ ফকির, কেউ হচ্ছে যোগী
কেউ মোহান্ত, কেউ বৈরাগী
কারও বা কথায় মন, সুতায়
দেও গিরে ।।


ব্ৰহ্মজ্ঞানী খ্ৰীষ্টানেরা
নাম-ব্ৰহ্ম সার বলেন তারা
দরবেশ কয় বস্তু কোথায়
দেখ নারে ।।


গুরুতত্ত্ব বিধি শোনা যায়
তাও তো দেখি একরূপ সে নয়
লালন বলে, সে যা বোঝে
তাই করে ।।