রোজাবন্দি সালাত যাকাত
পূর্বেও তো জাহের আছে
কী কালাম আনিলেন নবী সকলের শেষে ।।


ইঞ্জিল তৌরাত জবুর কিতাব
বাতিল হলো কিসের অভাব
নবী পয়গম্বর কী খাস
ভেবে আমি পাই নে দিশে ।।


ইসা মূসা দাউদ নবী
বেনামাজী নাহি কভি
শেরেক বেদাত সকল ছিল
নবী কি জানালেন এসে ।।


ফোরকানের দরজা ভারি
কিসে হলো বুঝতে নারি
লালন ফকির তাই না বুঝে
বিচারে গোল বাঁধিয়েছে ।।