সময় বুঝে বাঁধাল বাঁধলে না
জল শুকালে মীন পালাবে
পস্তাবিরে মন কানা ।।


ত্রিবেনীর তীর ধারে
মীনরূপে সাঁই বিরাজ করে ।
তুমি, উপর উপর বেড়াও ঘুরে
সেই গভীরে ডুবলেনা ।।


জগত জোড়া মীন অবতার
মর্ম আছে সন্ধির উপর ।
সিরাজ সাঁই কয় লালন তোর
সন্ধানীকে চিনলে না ।।