এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
কোন কালে তোর হবে দিশে
কাল কাপালি কালের বশে ।।
যৌবনকালের কালে রঙে দিলি মন
দিনে দিন হারা হলি পিতৃ ধন ।
গেল রবির জোর আঁখি হলো ঘোর
কোনদিন ঘিরবে কাল সমন এসে ।।
যাদের সঙ্গে রঙে মেতে র’লি চিরকাল
কালার কালে তারাই হলো কাল ।
সে কি জানো না মন কার কি গুণপনা
ধনীর ধন গেল সব রিপুর বশে ।।
ইন্দ্র আদি আজ বিবাদী সদাই
সাধন সিদ্ধি করিতে না দেয় ।
নাটের গুরু হয় লালস মহাশয়
ডুরি দাও গো লালন লোভ লালসে ।।