জগতের মূল কোথা হতে হয় ।
আমি একদিন চিনিলাম না তায় ।।


কোথায় আল্লার বসতি
কোথা রাসুলের স্থিতি
পবন পানির কোথায় গতি
কিসে তা জানা যায় ।।


কোন্‍ আসনে আল্লা আছে
কোন আসনে রাসুল বসে
কোন হিল্লোলে মীন মিশে
কোন রঙে রঙ ধরায় ।।


দালে মিম বসালে যা হয়
সেই কি জগতে মূল কয়
কোথা বা আরশ কোথা বা মিম
এ কথা কারে শুধায় ।।


আল্লা নবি যারে বলে
দেখতে পায় মন এক হলে
লালন বলে কাতর হালে
আমার কী হবে উপায় ।।