জগৎ মুক্তিতে ভোলালেল সাঁই ।
ভক্তি দাও হে যাতে চরণ পাই ।।
ভক্তিপদ বঞ্চিত করে
মুক্তিপদ দিচ্ছো সবারে ।
যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে
কান্ড তোমার দেখতে পাই ।।
রাঙ্গা চরণ দেখবো বলে
বাঞ্ছা সদাই হৃৎকমলে ।
তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই ।।
চরণের যোগ্য মন নয়
তথাপি ঐ রাঙা চরণ চায় ।
ফকির লালন বলে হে দয়াময়
দয়া করো আজ আমায় ।।