জগৎ আলো করেছে সই ও ফুলে প্রেমের কলি।
ফুটে কি শোভা হয়েছে ও তার বাগানে এক মালি।।


ফুলের নামটি নীল, লাল, জবা
ও তার ফুলে মধু ফলে সুধা
ও তার ভঙ্গি বাঁকা, সে ফুলে হয় সাধুর সেবা
ও কৃষ্ণ-বাঁকা-অলি।।


ফুল ফুটে হয় জগৎ আলো
ও তারে দেখে প্রাণ শীতল হলো
ফকির লালন বলে উপায় বলো
সাজছে সাধু দরবেশ অলি।।