জীব মলে জীব যায় কোনখানে।
ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে।।


রামনারায়ণ গৌরহরি
ঈশ্বর যদি গণ্য করি
তারাও ভবে গর্ভধারী
এ সংসারে হয় কেমনে।।


যারে তারে ঈশ্বর বলা
বুদ্ধি নাই তার অর্থ তোলা
ঈশ্বরের জন্মনালা
ভাব মনে মনে।।


ত্রিজগতের মূলাধার সাঁই
জন্মমৃত্যু তার কিছু নাই
সিরাজ সাঁই কয় লালন রে তায়
থাক সদাই ঠিক জেনে।।