জ্যান্তে মরা সে প্রেম সাধনে
তা কি পারবি তোরা ।
যে প্রেমে কিশোর-কিশোরী
মজেছে দুই জনে ।।


কামে থেকে নিশকামেও হয়
কাম রতি বয় শক্তিরও আশ্রয়
সন্ধি জানা সে ভাব সে না
কঠিন জীবের প্রাণে ।।


সেধে ছিল বরুণের কিরণ
কপালে নেই প্রফুল্ল বদন
সাধলে রতি পায় সে গতি
আকর্ষণে টানে ।।


সামরতা আর সম্বু রসের পান  
উভয়ের মান সমান সমান
লালন ফকির বাটে ফেরে
কঠিন দেখে শুনে ।।