জান গে সেই রাগের করণ
যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ ।।
শতকোটি গোপী সঙ্গে
কৃষ্ণপ্রেম রসরঙ্গে ।
সে যে টলের কার্য নয় অটল না বলয়
সে আর কেমন ।।
রাধাতে যে ভাব কৃষ্ণের
জানে না তা গোপীগণে ।
সে ভাব না জেনে
সে সঙ্গ কেমনে পাবে কোনজন ।।
শম্ভুরসের উপাসনা
না জানিলে রসিক হয়না ।
লালন বলে সে যে নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন ।।