জানি মন প্রেমের প্রেমিক কাজে পেলে ।
পুরুষ প্রকৃতি স্বভাব
থাকতে কি প্রেম রসিক বলে ।।
মদনজ্বালায় ছিন্নভিন্ন
প্রেম প্রেম বলে লোক জানালো
ঐহিক দ্বারে রসিক গণ্য
ঘুকসী জারি প্রেম-টাকশালে ।।
শুদ্ধ প্রেমের রসিক জনা
শোসায় শোষে বাণ ছাড়ে না
সে প্রেমের ছন্দি জানা
যায় না প্রেমে না ডুবিলে ।।
তিন রসে প্রেম সাধলেন হরি
শ্যাম অঙ্গে গৌরাঙ্গ তারি
লালন বলে বিনয় করি
সে প্রেমে প্রেমরসিক খেলে ।।