নবিজি আর নিরূপ খোদা
কী রূপে হয় নূর প্রকার ।
জানা উচিত বটে এবার
দুটি নূরের ভেদ বিচার ।।


নবিজির ঐ আকার ছিল
তাহাতে নূর চুয়ায় বলো
নিরাকারে কী প্রকারে
নূর চুয়ায় মোর খোদার ।।

আকার বলিতে খোদার
শরিয়তে নিষেধ সদাই
নিরাকারে কী প্রকারে
নূর চুয়ায় মোর খোদায় ।।


জাত ইলাহি ছিল জাতে
কেমন করে এল ছিফাতে
লালন বলে নূর চিনিলে
ঘোচে ঘোর আঁধার ।।