মনে গলদ পুরা রাশিরাশি ।
হতে চাও হুজুরের দাসী ।।
কেশ বেঁধে বেশ করলে কি হয়
রসবোধ না যদি রয় ।
রসবতী কে তারে কয়
শুধু মুখে কাষ্ঠহাসি ।।
না জানো প্রেম উপাসনা
না জানো সেবা সাধনা ।
সদাই দেখি ইতরপনা
প্রিয় রাজি হবে কিসি ।।
কৃষ্ণপদে গোপী সুজন
করেছিলো দাস্য সেবন
সিরাজ সাঁই কয় অবোধ লালন
পারবি ছেড়ে সুখবিলাসী ।।