গরল ছাড়া মানুষ আছে কে রে।
সেই মানুষ জগতের গোড়া
আলাকুল্লে জাহির আছে রে।।


লা-মোকামে আছে বারি
জবরুতে হয় তার ফুকারি
জাহের নয় সে রয় গভীরি
জিহ্বাতে কে সে নাম করে।।


তিন আলেফে দিয়ে জবর
হবে সেই মানুষের খবর
করণ চৌদ্দ ভুবন উপর
সে কথা ব্যক্ত আছে যে রে।।


সেই মানুষ কর সাথী
কাদের মওলাকে চিনবা যদি
লালন খোঁজে জন্মাবধি
মানুষ লুকায় পলকে রে।।