গোয়াল ভরা পুষনে ছেলে
বাবা বলে ডাকে না ।
মন জানে সে জানে মর্ম
অন্য সে তা জানে না ।।


তার আমি আপন একজন  
এক জায়গাতে থাকি দুইজন
কখনো সুধারায় বরিষণ
কখনো গরল পেয়ে পাই যন্ত্রণা ।।


মন আর আমি একজন হলে
অনায়াসে অমূল্য মেলে
একজনে আর একজন এলে
হয় মুর্শিদরূপ প্রকাশনা ।।


আশাসিন্ধুর তীরে লালন
পাবার আশে অমূল্য ধন
জীবন যৌবন সব সমর্পণ
আপন কিছু রাখলো না ।।