এমন মানব জনম আর কি হবে?
মন যা কর ত্বরায় কর এই ভবে ।।


অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তর কিছুই নাই
দেব দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে এই মানবে ।।


কত ভাগ্যের ফলে না জানি,
মনরে পেয়েছ এই মানব তরণী
বেয়ে যাও ত্বরায় তরী
সুধা রয় যেন ভরণা ডুবি ।।


এই মানুষ হবে মাধুর্য্য ভজন,
তাইতে মানুষ রূপ গঠলো নিরঞ্জণ
এবার ঠকলে আনা দেখি কিনা
অধীন লালন তাই ভাবে ।।