খোদা সে করে গেল
রসুল রূপে অবতার ।
এমন দিন কি হবে রে আর ।।
আদমের রূহ সেই
কেতাবে শুনিলাম তাই।
নিষ্ঠা যার হলো রে ভাই
মানুষ মুর্শিদ করলো সার।।
খোদ সুরতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম।
আকার নাই যার সুরত কেমন
লোকে বলে তাও আবার।।
আহম্মদের নাম লিখিতে
মিম নফি হয় তার কিসিতে।
সিরাজ সাঁই কয় লালন তাতে
কিঞ্চিৎ নজির দেখ তার।।