এখন আর ভাবলে কি হবে।
কীর্তিকর্মার লেখাপড়া
আর কি ফিরিবে ।।


তুষে যদি কেউ পাড় দেয়
তাতে কি আর চাল বাহির হয় ।
মন যদি হয় তুষের ন্যায়
বস্তুহীন ভবে ।।


কর্পূর উড়ে হাওয়ায় যেমন
গোলমরিচ মিশায় তার কারন ।
মন যদি হয় গোলমরিচ মতন
বস্তু কেন যাবে ।।


হাওয়ার চিড়ে, কথার দধি
ফলার হচ্ছে নিরবধি ।
লালন বলে যার যার প্রাপ্তি
কেন না পাবে ।।