ডুবে দেখ দেখি মন ভবকূপে ।
আর কতদিন রাখবা চেপেচুপে ।।
খেললি খেলা খেলার ঘরে
আসিয়া দু’দিনের তরে
সঙ্গের হিল্লায় মিশে মন রে
এখন পড়েছে বিষম ধূপে ।।
ধুলোর পাশা ফুলের গুটি
তাই নিয়ে মন আটাআটি
যখন চার ইয়ারে বাঁধবে খাঁটি
কাদবে রে ভাই মা-বাপে ।।
সিরাজ সাইজীর শখের বাজারে
ডাকাত এসে সকল নেয় হরে
হত বর্বর লালন বলে
আমার প্রাণ ওঠে কেপে ।।