দমের উপর আসন ছিল তার ।
আসমান – জমিন না ছিল আকার ।।
বিম্বুরূপে শূন্যকারে
ছিল তখন দমের পরে
বিম্বু হতে ডিম্বু ঝরে
ছিল সাই নূরের ভিতর ।।
যখন ছিল বিন্দুমণি
ধরেছিল মা জননী
ডিমে উসুম দিল শুনি
ধরে ব্রহ্মার আকার ।।
ষোল খুঁটি একই আড়া
তিনশো ষাট রাগের জোড়া
নাভীর নিচে হাওয়ার গোড়া
লালন কয় সাত – সমুদ্দুর ।।