দিন থাকতে মুরশিদ রতন চিনে নে না।
এমন সাধের জনম বয়ে গেলে আর হবে না।।
মুরশিদ আমার বিষয় আদি
মুরশিদ আমার গুণের নিধি
পারে যেতে ভবনদী
ভরসা ওই চরণখানা।।
কোরানে ছাপ শুনিতে পাই
অলিয়েম মুরশিদ সাই
ভেবে বুঝে দেখ মনুরায়
মুরশিদ হন তিনি কোনজনা।।
মুরশিদ রতন চিনলে পরে
চিনা যাবে অচেনারে
লালন বলে মূলাধারে
নজর হবে তত্ক্ষণা।।