দিন দুনিয়ার অচিন মানুষ আছে একজনা।
কাজের বেলায় পরশমণি
অসময়ে তারে চেন না।।
নবি আলি এই দুইজনা
কলমাদাতা কুল আরফিনা
বেতালিমে মুরিদ সে না
পীরের পীর হয় জান না।।
যেদিনে সাঁই নৈরাকারে
ভেসেছিলেন একেশ্বরে
সেই অচিন মানুষ এসে তারে
দোসর হল তৎক্ষণা।।
কেউ তারে জেনেছে দড়
খোদার ছোট নবির বড়।
লালন বলে নড়চড়
সে নইলে কূল পাবা না।।