ও তুই ডুবলে পরে রতন পাবি
ভাসলে পরে পাবে না ।
দিল-দরিয়ার দেখলাম
আজব কারখানা ।।
দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর লেগেছে
ছয়জনাতে সিদ কাটিছে
চুরি করে একজনা ।।
দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলছে
ছয়জনাতে গুন টানিছে
হাল ধরে সেই একজনা ।।
দেহের মাঝে বাগান আছে
সেই বাগানে ফুল ফুটেছে
ফুলের সৌরভে জগৎ মেতেছে
লালনের মন মাতলো না ।।