ধোঁড় আজাজিল সেজদা বাঁকি
রেখেছে কোনখানে ।
কর রে মন কর সেজদা
সেই জায়গা চিনে ।।
জগৎ জুড়ে করিল সেজদা
তবু ঘটলো দুরবস্থা
ঈমান না হল পোস্তা
খোড়াই জমিনে ।।
এমন মাহিত্ম জায়গায়
সেজদা দিলে মকবুল হয়
আজাজিলের বিশ্বাস না হয়
নানতের তক্ত সেই জন্যে ।।
ইবলিসের সেজদার উপর
সেজদা দিলে কী ফল তার
লালন কয় সেই বিচার
ত্বরায় লও জেনে ।।