ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়।
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।


সুঁইছিদ্রে চালায় হাতি
বিনা তেলে জ্বালায় বাতি।
কখন হয় নিষ্ঠারতি
ঠাঁই অঠাঁই রয়।।


কাম করে না নাম জপে না
শুদ্ধ দেল আশেক দেওয়ানা।
তাইতে আমার সাঁই রব্বানা
মদদ সদাই।।


আশেকের মাশুকি নামাজ
তাইতে রাজি সাঁই বেনিয়াজ।
লালন করে শৃগালের কাজ
দিয়ে সিংহের দায়।।