দেল-দরিয়ায় ডুবে দেখ না।
অতি অজান খবর যাবে জানা।।
ত্রিবেণীর পিছল ঘাটে
বিনে হাওয়ায় মৌজা ওঠে
উত্তরায় পানি নাই, ভিটে ভেসে যায়
শুনলে কি পাবি কারখানা।।
আলখানার শহর ভারি
তাহে আজব কারিগিরি
বোবায় কথা কয়, কালায় শুনতে পায়
আন্ধলায় পরখ করছে সোনা।।
কইবার যোগ্য নয় কথা
সাগরে ভাসে জগৎমাতা
লালন বলে মার উদরে, পিতা জন্মে
পত্নীর দুগ্ধ খেল সে না।।