দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে অমনি কেবা কোথা যায় ।
মিছে এ ঘর-বাড়ি মিছে ধন টাকা-কড়ি
মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায় ।।


কীর্তিকর্মার কীর্তি কে বুঝিতে পারে
সে বা জীবকে নেয় কোথা ধরে
এ কথা আমি শুধাইবো কারে
নিগূঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায় ।।


যে করে এই লীলে, তারে চিনলাম না
আমি আমি বলি, আমি কোনজনা
মরি এ কী আজব কারখানা
গুণে পড়ে আমি ঠাহর না রে পাই ।।


ভয় ঘোচে না আমার দিবা-রজনী
কার সাথে কোনদেশে যাব না রে জানি
দরবেশ সিরাজ সাঁই বলে বিষম কার গণি
পাগল হলি রে লালন যথায় বুঝতে চায় ।।