দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখিতে দেখিতে অমনি কে বা কোথায় যায় ।
মিছে এ ঘরবাড়ি মিছে ধন টাকাকড়ি
মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায় ।।
কীর্তিকর্মার কীর্তি কে বুঝতে পারে
সে বা জীবকে লয়ে কোথায় রাখে ধরে ।
এ কথা আর শুধাব কারে
নিগুঢ়তত্ত্ব কথা কে বলবে আমায় ।।
যে করে এই লীলে তারে চিনলাম না
আমি আমার বলি ভবে আমি কোনজনা ।
মরি একি আজব কারখানা
গুনে পড়ে কিছুই ঠাহর নাহি পাই ।।
ভয় ঘোঁচে না আমার দিবারজনী
কার সাথে কোন দেশে যাবো না জানি ।
সিরাজ সাঁই কয় বিষম কারগুণই
পাগল হয় রে লালন যথায় বুঝতে চায় ।।