দেখে শুনে ঘোর গেল না।
কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশিল চোনা।।
মদন-রাজার ডাঙ্গা ভারি
হলাম তার আজ্ঞাকারী
যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না।।
রাগের আশ্রয় নিলে তখন
কী করিতে পারে মদন
আমার হলো কামলোভী মন
মদন রায়ের গাঁটরি টানা।।
উপর হাকিম একদিনে
কৃপা করতো নিজ গুণে
দিনের অধীন লালন ভণে
যেত মনের দোটানা।।