দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা।
অষ্টাঙ্গ গোলাপি বর্ণ পূর্ণ কায়া ষোল কলা।।
ময়ূরীর কেশ ফিঙ্গেরি নাক
দেখবি যদি তাকিয়ে দেখ
ঐ রূপ দেখে চুপ মেরে থাক
বংশহীন তার হংসগলা।।
দুটি উরোত কলারি বোগ দেখতে গোল
সিংহমাজা দেখি কেবল
তাহাতে রয়েছে যুগল
অনাদি কালা।
বুকস্থলে চাঁদের ছটা
নাভিমূলে ঘোরে লেটা
দুটি বাহু বেলল কাঁটা
দুটি হস্ত জবাফুল।।
যে দেখে সে মহাযোগী
সে হয় না অন্যভোগী
লালন বলে সেই তো ত্যাগী
হয়েছে তার পূর্ণকলা।।