দেখবি যদি সেই চাঁদেরে ।
যা যা কারণ সমুদ্রের পারে ।।


যাস্‍ নে রে মন সামান্য নৌকায়
সেই নদী বিষম তড়কায়
প্রাণে হবি নাশ, থাকবে অপযশ
পার হবি যদি সাজাও প্রেমের তরীরে ।।


তারণ্য কারণ্য আড়ি
যেজন দিতে পারে পাড়ি
সেই বটে সাধক, এড়ায় ভবরোগ
বসতি হয় তার অমর নগরে ।।


মায়ার গিরাপি কাট
ত্বরায় প্রেমতরীতে ওঠ
কারণ সমুদ্রের নাও, পার হয়ে হুজুর দাও
অধীন লালন যাবে এবার গুরুর বাক ধরে ।।