দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়।
মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়।।


পিতার বীজে পুত্রের সৃজন
তাই তো পিতার পুনর্জনম
পঞ্চভূতে দেহের গঠন
আলেকরূপে ফেরে সাঁই।।


ঝিয়ের গর্ভে মায়ের জন্ম
এ বড় নিগূঢ় মর্ম
শোণিত শুক্র হলে গম্ভু
সব জানা যায়।।


শোণিত শুক্র হলে বিচার
জানতে পারবি কে জীব কে ঈশ্বর
সিরাজ সাঁই কয় লালন এবার
ঘুরে মলি কোলের ঘুরায়।।