দেখ না আপন দেল-মন ধুড়ে।
দিন-দোনের মালিক সে যে আছে ধড়ে।।


আপনি ঘর সে আপনি ঘরি
আপনি করে চৌকিদারি
আপনি সে করে চুরি
আপন ঘরে।।


আপনি ফানা আপনি ফকির
আপনি করে আপনার জিকির
বুঝবে কে রে আলেক ফিকির
বেদ-ভাষ পড়ে।।


নানা স্থানে নানান মায়ায়
আমি আমি শব্দ কে কয়
লালন কয় ছন্দি যে পায়
ঘোর যায় ছেড়ে।।