দেহের খবর বলি শোন রে মন ।
দেহের উত্তরেতে আছে বেশি
দক্ষিণেতে আছে কম ।।
দেহের খবর না জানিলে
আপ্ততত্ত্ব কিসে মেলে
লাল জরদ ছিয়া ছফেদ
বাহান্ন বাজার এই চারিকোণ ।।
আগে খুঁজে ধর তারে
নাসিকাতে চলে ফেরে
নাভিপদ্মের মূল দুয়ারে
বসে আছে সর্বক্ষণ ।।
আঠারো মোকামে মানুষ
যে না জানে সেই তো বেহুশ
লালন বলে থাকলে হুশ
আদ্য মোকামে তার আসন ।।