দাঁড়া তোরে একবার দেখি ভাই ।
এতদিনে খুঁজে তোরে
পাই নে কানাই ।।
ষড়ঐশ্বর্য ত্যাগ করে
এলি রে ভাই নদেপুরে
কী ভাবের ভাব তোর অন্তরে
আমায় সত্য বল তাই ।।
তোর লেগে যশোদা রানী
হয়ে আছে পাগলিনী
ও যে হায় নীলমণি
বলে ছাড়ে হাই ।।
দৃষ্টি দেখ তুমি আমার
ছিদাম নফর তোমার
লালন বলে কেদে এবার
ভাবের বলিহারি যায় ।।