চল্ দেখি মন কোন দেশে যাবি।
অবিশ্বাস হলে রে মন কোথায় কী পাবি।।
এ দেশেতে ভূতপ্রেত বলে
সারে পেঁড়োয় ফয়তা দিলে
পেঁড়োর ভূত কোন দেশে গেলে
মুক্তি কিসে পায় ভাবি।।
মন বোঝে না তীর্থ করা
মিছামিছি খেটে মরা
পেঁড়োর কাজ পিড়েয় সারা
নিষ্ঠা হও মন যদ্যপি।।
বারো ভাটি বাংলা জুড়ে
একই মাটি আছে পড়ে
সিরাজ সাই কয় লালন ভেড়ে
ঠিক দাও আপন নসিবি।।