তুমি দাতার শিরোমণি
আমি চাতক অভাগিনী,
তোমা ভিন্নে আর না জানি
রেখো চরণে ।
মেঘের বরিষণ বিষে ।
চাতক বাঁচে কেমনে
মেঘের বরিষণ বিনে ।।
তুমি হে নব জলধর
চাতকিনী ম’লো এবার
ঐ নামের ফল সুফল এবার
রেখো ভুবনে ।।
চাতক ম’লে যাবে জানা
ঐ নামের গৌরব রবে না
জল দিয়ে কর সান্তনা
অবোধ লালনে ।।