ব্রজলীলে একি লীলে
কৃষ্ণ গোপীকারে জানাইলে ।।
যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ
আবার গুরু বলে ভজলেন তার চরণ ।
একি ব্যবহার লাগে চমৎকার
জীবের বোঝা ভার ভূমণ্ডলে ।।
লীলা দেখিয়ে কম্পিত ব্রজধাম
নারীর চিন্তায় যোগী হলেন শ্যাম ।
দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায়
নারীর পাদপদ্ম মাথায় নিলে ।।
এ জগতের চিন্তা হলেন গো হরি
হরির চিন্তায় হলেন গো নারী
অসম্ভব বচন ভেবে কয় লালন
রাধার দাসখতে সাঁই বিকাইলে ।।