ব্রজের সেই প্রেমের মর্ম সবাই কি জানে ।
শ্যাম অঙ্গ হল গৌরাঙ্গ প্রেমসাধনে ।।


বিশেষ সামান্য রতি
উজান চলে মৃণাল গতি
বিশ্বাসে সেধে রতি
হয় গো সামান্যে ।।


প্রেম রূপ সই কমলিনী রাই
কমলাকান্তে কামরূপ সদাই
সাধে প্রেম এই দু’জনায়
প্রনয় কেমনে ।।


সামান্যে কি হয় রাইরতি দান
শ্যামরতির কী হয় বিধান
লালন বলে তার কি সন্ধান
হয় গুরু বিনে ।।