বড় সংকটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়
ক্ষমো ক্ষমো অপরাধ ।
দাসের পানে একবার চাও হে দয়াময় ।।
ক্ষমো ক্ষমো অপরাধ...


তোমারই ক্ষমতায় আমি
যা ইচ্ছে তাই করো তুমি
রাখো মারো সে-নাম নমি
তোমারই এ জগৎময় ।।
ক্ষমো ক্ষমো অপরাধ...


পাপী অধম তরিতে সাঁই
পতিত পবন নাম শুনতে পাই
সত্য মিথ্যা জানবো হে সাঁই
তরইতে আজ আমায় ।।
ক্ষমো ক্ষমো অপরাধ...


কসুর পেয়ে মারো যারে
আবার দয়া হয় তাহারে
লালন বলে এ সংসারে
আমি কি তোর কেহই নয় ।।
ক্ষমো ক্ষমো অপরাধ...


[সূত্র : লালন গীতি সমগ্র / ড: ওয়াকিল আহমদ]