বলো স্বরূপ কোথায় আমার সাধের পেয়ারী ।
যার জন্যে হয়েছি রে দণ্ডধারী ।।


রামানন্দ দরশনে
পূর্বাভাব উদয় মনে
যাবো আমি কার বা সনে
সেহি পুরী ।।


কোথা সে নিকুঞ্জবন
কোথা যমুনা উজন
কোথা সেই গোপিনীগণ
আহা মরি।।


আর কিরে এই সঙ্গ পাবো
মনের সাধ মিটাইবো
পরম আনন্দে রব
আহা মরি ।।


গৌরাঙ্গ এই দিনে বলে
আকুল হই তিলে তিলে
লালন কয় সেহি নীলে
সুমাধুরী ।।