বল সরূপ কোথায় আমার সাধের পেয়ারী ।
যার জন্যে হয়েছি রে, দন্ড ধারী ।।
রামানন্দ দরশনে, পূর্ব ভাব উদার মনে
যাবো আমি কার বাসনে
সে হি পুরি।।
আর কি রে এই সঙ্গ পাব
মনের ই সাধ মিটাইবো ,
পরম আনন্দে রব,
আহা মরি।।
গৌরাঙ্গ এই দিনে বলে
আকুল হলাম তিলে তিলে
লালন বলে বলে ব্রজলীলে
কি মাধুরী।