বোঝালে বোঝে না মনরায় ।
আইনমত নিরিখ দিতে বেজার হয় ।।


যা বলিয়ে ভবে আসা
হলো না তার রতিমাসা
কুসঙ্গে উঠাবসা
তাইতে মনের মূল হারায় ।।


নিষ্কামী নির্বিকার হয়ে
যে থাকবে সেই চরণ চেয়ে
শ্রীরূপ এসে তারে লয়ে
যাবে রূপের দ্বারায় ।।


না হলে শ্রীরূপের গত
না জানলে রসরতির তত্ত্ব
লালন সাঁইয়ের আইন মত
তবে নিরিখ কিসে যায় ।।