বিনা মেঘে বর্ষে বারি।
সুরসিক হলে মর্ম জানে তারি।।
মেঘ-মেঘিতে সৃষ্টির কারবার
তারাই সবে ইন্দ্ররাজার আজ্ঞাকারী
যেজন সুধাসিন্ধু পাশে, ইন্দ্ররাজার নয় সে
অধিকারী।।
সুরসে নিরস ঝরে, সবাই কি তাই জানতে পারে
সাঁইয়ের কারিকুরি
যার একবিন্দু পরশে, এ জীব অনা’সে
হয় অমরি।।
বারিতে হয় ব্রহ্মাণ্ডের জীবন
বারি হতে হয় জীবের পাপ বিমোচন
হয় সবারি।।
দরবেশ সিরাজ কয় লালন
চিনে সেই মহাজন
থাক নেহারি।।