বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে।
গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে।।


একই ইস্কুলে দশজনা পড়ে
গুরুমনের এই বাসনা, সব সমান করে
কেউ পিছে এসে আগে গেল
পরীক্ষায় চিনা যায় তারে।।


বাংলা কিতাব কতই জনে পড়ে
আরবি ফারসি নাগরি বুলি কে বুঝিতে পারে
আবার শিখবি যদি নাগরি বুলি
বাংলা নেও গা পাশ করে।।


বিষম্বর বিষ পান করে
তাড়কায় করে বাছা হজম কাকে কি পারে
ফকির লালন বলে রসিক হলে
বিষ খেয়ে হজম করে।।