আগে ভাব জানিয়া প্রেম করিয়ো
নইলে ঘটবে শেষে যন্ত্রণা ।
বিদেশীর সঙ্গে কেহ প্রেম কইরো না ।।


ভাব দিলে বিদেশীর ভাবে
তোমার ভাবে কভু না মিশিবে ।
শেষে পথের মাঝে গোল বাঁধিবে
সঙ্গে কেহ যাবে না ।।


স্বদেশের দেশী যদি হয়
মনে হইলে মেলে তারে কথায় কথায় ।
ওরে বিদেশী ঐ জংলা টিয়ে
পোষ দিলে পোষ মানে না ।।


নলিনী আর সূর্যের প্রেম যেমন
ঐ প্রেমের ভাব মজে লও রসিক সুজন ।
ফকির লালন বলে আগে ঠকলে
কাঁদলে শেষে সারবে না ।।