ভজ মুরশিদের কদম এই বেলা ।
চার পিয়ালা হৃদকমলা
ক্রমে হবে উজ্জ্বলা ।।


নবিজির খানদানেতে
পিয়ালা চারিমতে
জেনে নাও দিন থাকিতে
ও রে আমার মনভোলা ।।


কোথা রে আবহায়াত নদী
ধারা বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা ।।


এপারে কে আনিল
ওপার কে নেবে বলো
লালন কয় তারে ভোল
করে অবহেলা ।।